খোলা বাজার২৪,সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫: দৈনিক নয়া দিগন্তের ব্যবস্থাপনা পরিচালক শিব্বির মাহমুদের ধানমণ্ডির বাসা থেকে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে নাশকতার ডজনখানেক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার মেজবাহ উদ্দিন ভুঁইয়া (৫০) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শীর্ষ পর্যায়ের নেতা বললেও তার পদবি জানাতে পারেননি পুলিশ কর্মকর্তারা।
রবিবার রাতে ধানমন্ডির ১৩ নম্বর রোডে শিব্বির মাহমুদের বাড়ির সাত তলার চিলেকোঠা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান। মেজবাহর বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম থানায় নাশকতার ১৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানান তিনি।