Sun. Sep 21st, 2025
Advertisements

27খোলা বাজার২৪,সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫: বাংলাদেশে এসেছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম স্বদেশ সফর।

লন্ডন থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে রোববার দুপুরে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভাগ্নি।

পথে সিলেটে এক ঘণ্টা যাত্রা বিরতি ছিল এই ফ্লাইটের। তখন ওসমানী বিমানবন্দরে সিলেটের আওয়ামী লীগ নেতারা টিউলিপের সঙ্গে দেখা করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি জানিয়েছেন।

এই বছরের মাঝামাঝিতে যুক্তরাজ্য পার্লামেন্টের নির্বাচনে নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হন শেখ রেহানার মেয়ে ৩৩ বছর বয়সী টিউলিপ।

লেবার পার্টির রাজনীতিতে ‘উদীয়মান তারকা’ টিউলিপ সেপ্টেম্বরে সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক শ্যাডো মিনিস্টার মাইকেল ডাগারের ব্যক্তিগত সচিবের (পিপিএস) স্থায়ী দায়িত্ব পান।

এছাড়াও তিনি নারী ও সমতা বিষয়ক যুক্তরাজ্যের পার্লামেন্টারি সিলেক্ট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।