Tue. Sep 16th, 2025
Advertisements

41খোলা বাজার২৪,সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫: মিস কলম্বিয়া আরিয়াদনা গুটিয়ারেজকে মিস ইউনিভার্স হিসেবে ঘোষণা করার পর আরেক নতুন নাটকের সূচনা হয়। তাকে মিস ইউনিভার্সের মুকুট পড়িয়ে দেয়ার পরও তার কাছ থেকে তা ছিনিয়ে নেয়া হয়।

উপস্থাপক স্টিভ হারভে গতকাল মিস ইউনিভার্স প্রতিযোগিতার জয়ীদের নাম বোলার সময় মস্ত বড় এক ভুল করে বসেন। তিনি প্রথম রানার আপ অর্থাৎ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারীকে প্রথম ঘোষণা করে মুকুট পড়িয়ে দেন। তারপর সে তার ভুল বুঝতে পেরে মঞ্চে এসে বলেন, ‘ওকে ফক্স, আমি আপনাদের সকলের নিকট ক্ষমাপ্রার্থী।’

তারপর সে তার হাতের কার্ড দেখিয়ে সেখানে লিখা ফলাফল আবারও ঘোষণা করেন। সেখানে মিস কলোম্বিয়ার নাম দ্বিতীয় স্থানে ছিল এবং প্রথম হয়েছেন মিস ফিলিপাইন পিয়া আলঞ্জো ওয়ার্টজবেচ। হঠাৎ করে এরকম ঘোষণার ফলে উপস্থিত সকলে অনেক বেশি আশ্চর্য হয়ে যায়।

এই অনুষ্ঠান বিশ্বের অনেক দেশে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। তাই এই ভুলও বিশ্ব মিডিয়ার নিকট খুব ভালভাবে নজরে পড়ে। একজনের মাথা থেকে অন্যজনের মাথায় মুকুট পড়ানোর সময় মিস কলম্বিয়া মনে পাথর নিয়ে নির্বাক দাড়িয়ে ছিলেন। উপস্থাপক হারভে অবশ্য এই ভুলকে অনেক বড় ভুল বলে সম্বোধন করে নিজের কাঁধে চাপিয়ে নিয়েছেন।