Wed. Sep 17th, 2025
Advertisements

63খোলা বাজার২৪,সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫: আসন্ন পৌরসভা নির্বাচন সরকারের নতুন ফন্দি মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এ নির্বাচন সুষ্ঠু করতে হলে সেনাবাহিনীকে মাঠে নামাতে হবে। কিন্তু শেখ হাসিনা সেনাবাহিনী মাঠে নামাবে না। যে পুলিশ মাঠে থাকবে তাদের দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘নির্বাসিত গণতন্ত্র পুনরুদ্ধারে সাহসী মানুষের ঐক্য ও আন্দোলনের কোনো বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, পৌরসভা নির্বাচনে সরকার নতুন ফন্দি এটেছে। দলীয় প্রতীকে এর আগে স্থানীয় সরকার নির্বাচন হয়নি। এর পেছনে তাদের লক্ষ্য রয়েছে। তারা ( সরকার তথা আওয়ামী লীগ) দেখাবে ধানের শীষের পক্ষে আর জনগণ নেই।