Sat. Sep 20th, 2025
Advertisements

7খোলা বাজার২৪, মঙ্গলবার,২২ ডিসেম্বর ২০১৫: এ যেন একটার সঙ্গে একটার ফ্রি‘র গল্প। ব্রাজিলের এক পোলট্রি ব্যবসায়ীর এমনই ভাগ্য। তার অতি প্রিয় শার্লট নামের মুরগি অদ্ভুত ডিম পাড়ছে। শার্লটের একটা ডিম ফাটালে বেরোচ্ছে আরও একটা আস্ত ডিম।
দুটি ডিমের উচ্চতা প্রায় সমান। ১৭ সেন্টিমিটার লম্বা ও প্রস্থে ১২ সেন্টিমিটার। তার মানে সাধারণ ডিমের চেয়ে প্রায় দ্বিগুণ ৬ মাস বয়েসের শার্লটের ডিম।

কী করে একটা ডিমের মধ্যে আরও একটা ডিম পাওয়া যাচ্ছে তা নিয়ে এখনও ধন্দে জীববিজ্ঞানীরা। তবে তারা বলছেন, শার্লট নামের এই মুরগির জরায়ুতে এমন কিছু অদ্ভুত জিনিস আছে যা তার প্রথম ডিমকে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে দেয় না। তার আগেই জন্ম নেয় দ্বিতীয় ডিম।

শার্লটের এমন ডিমে বেজায় খুশি মালিক। আগে শার্লটের নাম ছিল না। মালিক এখন খুশি হয়ে প্রিন্সেস ডায়নার নামে তাঁর নামকরণ করেছেন।