Wed. Sep 24th, 2025
Advertisements

19খোলা বাজার২৪, মঙ্গলবার,২২ ডিসেম্বর ২০১৫: ঢাকার রামপুরার এক মেস থেকে গান পাউডার, হাতবোমা ও পুলিশের পোশাকসহ ছয় শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, সোমবার রাতে পূর্ব উলনের একটি ভবনে একটি মেস থেকে তাদের আটক করা হয়।

“তাদের কাছে দেড় কেজি গান পাউডার, ছয়টি ককটেল ও তিনসেট পুলিশের পোশাক পাওয়া গেছে।”

ওসি বলেন, পুলিশের পোশাক ব্যবহার করে ওই ছয়জন বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ ঘটিয়ে আসছিল।

গ্রেপ্তার সবাই শিবিরের সঙ্গে জড়িত বলে জানালেও তারা কোন পর্যায়ের কর্মী সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি ওসি।

তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।