Thu. Sep 18th, 2025
Advertisements

40খোলা বাজার২৪, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫: চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিধসের প্রায় তিন দিন পর বুধবার ধ্বংসস্তুপের ভেতর থেকে জীবিত দুইজনের সন্ধান পাওয়া গেছে। একটি শিল্পাঞ্চলে ভয়াবহ ওই ঘটনায় ৩০টির বেশি ভবন ধসে গেছে। গুয়াংডং প্রদেশের দমকল বিভাগের মাইক্রোব্লগ জানিয়েছে, ওই দুইজনের মধ্যে তিয়ান জেমিং (১৯) নামে একজনকে উদ্ধার করে গুয়াংমিং নিউ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার সকালে তাকে উদ্ধার করা হয়। তিনি দক্ষিণাঞ্চলীয় নগরী চোংকিংয়ের বাসিন্দা। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ ৭৬ জনের মধ্যে তিনি ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। তিয়ানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করা হচ্ছে। বন্দর নগরী তিয়ানজিনে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের মাত্র কয়েক মাস পর শেনঝেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।