Thu. Sep 18th, 2025
Advertisements

42খোলা বাজার২৪, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫: হোটেলে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও ঋতুস্রাব চলার সময় পায়ু পথে যৌনসম্পর্ক স্থাপনের দায়ে এক পুলিশ কর্মকর্তার ১০০ বছরের কারাদণ্ড ও ১৫ টি বেত্রাঘাতের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০১২ সালে এক কিশোরীকে চার দফা ধর্ষণ ও তার ঋতুস্রাব চলার সময় পায়ুপথে যৌন সম্পর্ক স্থাপনের দায়ে দোষী সাব্যস্ত হন পুলিশের ডেপুটি সুপারনিটেডেন্ট রোহাইজাত আব্দুল আনি। মালয়েশিয়ার কোটা কিনাবালুর একটি হোটেলে এ অপরাধ সংঘটিত হয়।
ডেপুটি পাবলিক প্রসিকিউটর আজেজি নরডিনের উদ্ধৃতি দিয়ে নিউজ পোর্টাল মালয় মেইল অনলাইনের খবরে বলা হয়েছে, ‘তার উচিত ছিল জনগণের অভিভাবক হওয়া, অন্য কিছু নয়।’
বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যের রাজধানী কোটা কিনাবালুর একটি আদালতে তিনি বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি ওই কিশোরির বয়স, আবেগ ও আইনের চোখে তার কর্মকাণ্ডের পরিণতির কথা চিন্তা করেননি।’
আদালতে দণ্ডিত পুলিশ কর্মকর্তার সঙ্গে তার স্ত্রী উপস্থিত ছিলেন। রায় শোনার সময় তিনি ভাবলেশহীন ছিলেন। রায়ের বিরুদ্ধে তিনি আপিল করতে পারেন।সূত্র: এএফপি