খোলা বাজার২৪, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫: ২০১৬ সাল থেকে অ্যাডওয়ারের ব্যাপারে আরও কঠোর হচ্ছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। বিশেষ করে ‘ম্যান-ইন-দ্য-মিডল’ (এমআইটিএম) নামের প্রযুক্তি ব্যবহার করা অ্যাডওয়্যার ব্যান করে দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, সম্প্রতি এক ব্লগ পোস্টে বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
টেকনেট ব্লগের ওই পোস্টটিতে রেডমন্ডে অবস্থিত মাইক্রোসফটের প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে, “ব্যবহারকারীদের পছন্দ ও নিয়ন্ত্রনের বাইরে চলে যায় এমন বিজ্ঞাপন কর্মসূচীর ব্যাপারে ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি।”
এ ধরনের বিজ্ঞাপনগুলো ‘ম্যান-ইন-দ্য-মিডল’ প্রযুক্তি ব্যবহার করে থাকে বলেই জানিয়েছে এনগ্যাজেট। এই প্রযুক্তিতে প্রক্সির সাহায্যে কম্পিউটারের ডিএনএস সেটিংস পরিবর্তন করে দেওয়া থেকে শুরু করে অনাকাঙ্খিত বিজ্ঞাপন দেখানো হয় ব্যবহারকারীকে। এ ছাড়াও এর মাধ্যমে কম্পিউটার ম্যালওয়্যার আক্রমণের শিকার হতে পারে, এমনকি এ প্রক্রিয়ায় ব্যবহারকারীর এনক্রিপ্টেড ডেটা ও যোগাযোগের উপরও নজরদারি চালানো সম্ভব।
আর তাই মাইক্রোসফট সিদ্ধান্ত নিয়েছে, বিজ্ঞাপন দেখায় এমন যেকোনো প্রোগ্রাম এখন থেকে শুধু ব্রাউজারের মাধ্যমেই কোনো কিছু ইন্সটল বা ডিসঅ্যাবল করতে পারবে অথবা কোনো প্রোগ্রাম বাদ দিতে পারবে।
আরও সহজ ভাষায় বললে, ব্যবহারকারীকে না জানিয়ে ব্রাউজারের মাধ্যমে কোনো অ্যাড সফটওয়্যার কোনো কিছু ডাউনলোড বা ইনস্টল করতে গেলে, ব্রাউজার নিজ থেকেই সেটিকে ম্যালওয়্যার হিসেবে চিহ্নিত করবে এবং ব্লক করে দেবে। ২০১৬ সালের ৩১ মে থেকে এই নতুন নিয়ম পুরোদমে কাজ শুরু করবে বলেই জানিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি ডেভেলপারদেরকেও এই নিয়ম মেনে চলতে অনুরোধ করেছে বলেই জানিয়েছে এনগ্যাজেট।