Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫ : ঢাউস আকৃতির স্মার্টওয়াচের দিন শেষ। ফিনল্যান্ডেল একদল ডেভেলপার ক্রেডিট কার্ডের মত পাতলা ও চিপসের মত ছোট্ট স্মার্টগ্লাস উদ্ভাবন করেছেন। যেটি যেকোনো সাধারণ গ্লাসেই সংযোজন করা যাবে।
টেক ইনসাইডার জানিয়েছে নতুন উদ্ভাবিত গ্লাস গুগল গ্লাসের চেয়ে বেশি স্মার্ট। সাধারণ চশমার ফেমে এই গ্লাস বসিয়ে স্মার্টগ্লাসের সকল সুবিধাই এতে পাওয়া যাবে। এটি মাত্র ১ মিলিমিটার পুরু। চশমার ফ্রেমে এটি অনায়াসেই সংযোজন করা সম্ভব। এই গ্লাস চশমায় লাগিয়ে চোখের সামনে ১০ ফুট দূরে ৬০ ইঞ্চি টিভি মনিটরের সমান দৃশ্য দেখা যাবে। এই গ্লাসটি সাধারণ স্মার্ট গ্লাসের চেয়ে বেশি ফ্যাশনেবল।
যদিও নতুন এই স্মার্টগ্লাসটির জন্য এখনো সফটয়্যার তৈরি করা হয়নি।
ডেভেলপারপরা জানিয়েছেন, এই গ্লাস খেলাধুলা এবং শারিরীক ব্যায়ামের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য বেশ কাজে দেবে। কেননা, এটি ক্রীড়াবিদদের পার্লস রেট এবং শারীরিক ক্রিয়াকলাপ স্পোর্টস গ্লাসের মাধ্যমে প্রদর্শন করবে।
উদ্ভাবনকারী প্রতিষ্ঠানটি আশা করছে এই গ্লাস আগামী এক বছরের মধ্যে বাণিজ্যিকভাবে বাজার আাসবে।