Sat. Sep 20th, 2025
Advertisements

13খোলা বাজার২৪, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫ : অপেক্ষা হয়তো আর মাত্র দু’দিনের। ২৭ ডিসেম্বর তাঁর পঞ্চাশতম জন্মদিন। আর সেই দিনেই হয়তো বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা সেরে ফেলবেন সালমান খান। এর আগেই তিনি বলেছিলেন, “শিগগিরই কিছু একটা ঘটতে চলেছে আমার জীবনে।’’ সালমান খানের সঙ্গে তাঁর রোমানিয়ান গার্লফ্রেন্ড লুলিয়া ভান্তুরের সম্পর্ক নিয়ে গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল বলিউডে।
তা হলে কি সত্যিই এ বার লুলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন সালমান? বলিউডের একটি সূত্রের দাবি অনুযায়ী, হয়তো নিজের পঞ্চাশতম জন্মদিনেই পরিবার এবং তাঁর ঘনিষ্ঠ মহলের সঙ্গে লুলিয়াকে আনুষ্ঠানিক ভাবে নিজের জীবনের ‘বিশেষ নারী’ হিসেবে পরিচয় করিয়ে দিতে পারেন সালমান। তবে সালমানের এক ঘনিষ্ঠ মহলের মতে, ২০০২-এর হিট অ্যান্ড রান মামলায় ‘বেকসুর খালাস’ না হওয়া পর্যন্ত বিয়ে করতে চাইছেন না সল্লু। তাই সালমানের ‘লেডি লভ’ কে তা নিশ্চিত ভাবে জানতে হয়তো আর মাত্র দু’দিনের অপেক্ষা। অতএব ভাইজানের ‘ব্যাচেলর ডিগ্রি’ কাটিয়ে বিয়ের ‘মাস্টার স্ট্রোক’ নেওয়ার খবরের জন্য এখনও কিছুটা অপেক্ষা আমাদের করতেই হবে।