Fri. Sep 19th, 2025
Advertisements

4খোলা বাজার২৪,শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫: ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘স্কিলস কম্পিটিশন ২০১৫′-এর চূড়ান্ত প্রতিযোগিতা আগামীকাল অনুষ্ঠিত হবে।
রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে ‘স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)’ আয়োজিত এ প্রতিযোগিতায় সরকারি-বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটসমূহের শিক্ষার্থীদের সেরা ৫০টি উদ্ভাবনমূলক প্রযুক্তি প্রদর্শিত হবে। পাশাপাশি এ উপলক্ষে ওই দিন বিকেলে আইডিইবি ভবনে ‘কর্মসংস্থান ও টেকসই উন্নয়নের জন্য কারিগরি ও কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।
এর আগে সকালে ‘স্কিলস কম্পিটিশন ২০১৫’ চূড়ান্ত প্রতিযোগিতা উপলক্ষে শাহবাগে জাতীয় যাদুঘর প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে।