Fri. Sep 19th, 2025
Advertisements

7খোলা বাজার২৪,শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫: দেখতে দেখতে বেলা অনেক হয়ে এলো। এস এ হক অলিকের ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির শুটিংয়ে সাংবাদিকদের সাথে এক আলাপে জীবনে মধ্য গগনের ব্ষিয়টি তুলে ধরতে এমন মন্তব্যই করেছিলেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা চম্পা।
এবার হয়তো তিনি আরো একটু ভাববেন নিজের জীবনকে নিয়ে। দেখতে দেখতে যে তিনি নানিও হয়ে গেলেন! হ্যাঁ পাঠক, অভিনেত্রী চম্পার কন্যা এশা মা হয়েছেন। তিনি জমজ ছেলে জন্ম দিয়েছেন। সিঙ্গাপুরের থমসন মেডিকেল সেন্টারে নবজাতকদের জন্ম হয়। মা ও সন্তান- সবাই ভালো আছেন।
এদিকে চম্পার দুই নাতির নামও রাখা হয়ে গেছে। একজন আরিশ ও অন্যজন আরজান। এই খুশির খবরে আনন্দ প্রকাশ করেছেন চম্পার বড় দুই বোন সুচন্দা ও ববিতা।
সন্তান সম্ভবা মেয়ের পাশে থাকতে অনেকদিন ধরেই চম্পা সিঙ্গাপুরেই ছিলেন।