Wed. Sep 17th, 2025
Advertisements

34খোলা বাজার২৪,শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫: শুরু থেকেই র‍্যাপ গানের আলাদা শ্রোতা ছিল। সময়ের সঙ্গে সে সংখ্যা কমেনি বরং অনেকাংশে বেড়েছে। অনেক টিভি চ্যানেলও তৈরি হয়েছে র‍্যাপ গানকে কেন্দ্র করে।
র‍্যাপ গানকে মূলত হিপ-হপ গান বলা হয়। আর যারা এই গান করেন তাদেরকে র‍্যাপার বলেই সবাই জানে। ক্রমাগত শব্দের ফাঁদে বেড়ে ওঠা এই গান গাওয়ার প্রথা ১৫০০ সালের দিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শুরু হয়। পরে জনপ্রিয়তা পাওয়ার কারণে জোহানেসবার্গে ১৫৪১ সালে প্রথম এই হিপ-হপ গান রেকর্ড করা হয়।
প্রথম দিকে পুরুষেরা এই গান গাইলেও আঠার শতকের শেষের দিকে নারীরাও হিপ-হপ গান গাইতে শুরু করেন। তাদের অংশগ্রহণে হিপ-হপ গানের জনপ্রিয়তা আরও তুঙ্গে ওঠে। বর্তমান সময় পর্যন্ত হিপ-হপ গান গেয়ে যে সকল নারী হিপ-হপ কিংবদন্তীর আসনে নিজেকে বসিয়েছেন তাদের সেরা কয়েকজনকে নিয়ে আজকের এ আয়োজন।