Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪,শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫: বাড়ির অতি প্রয়োজনীয় একটি জিনিস রেফ্রিজারেটর। গোটা বিশ্বে নানা বিখ্যাত ব্র্যান্ডের রেফ্রিজারেটর পাওয়া যায়। সি নেট তাদের প্রতিবেদনে এ বছরের বিশ্বের সেরা ১০টি রেফ্রিজারেটরের কথা তুলে ধরেছে। এসব ফ্রিজকে নানা কাজের ভাগে মূল্যায়ন করা হয়েছে। কোনটি সেরা হয়েছে সার্বিক গুণের বিচারে। আবার কোনটি সেরা হয়েছে বরফ জমাটের গুণে। আবার কোনটা বা ফিচারে সেরা।
১. পারফরমেন্স, স্টোরেজ এবং স্টাইলের দিক থেকে ফ্রান্সের ৪ দরজার রেফ্রিজারেটরটি ‘কেনমোর এলিট’-এর দারুণ একটি মডেল কেনমোর ৭২৪৮২। সবদিক থেকে এর ২৯.৯ কিউবিক ফুট মডেলটি খুব ভালো মানের পণ্য। এর দাম ৩৯৯৯.৯৯ ডলার।
২. স্টোরেজ আপগ্রেড বৃদ্ধি করতে হলে এলজি টিসিএস২৪২২৩এস ২৪ কিউবিক ফুট ফ্রিজার রেফ্রিজারেটরটি দারুণ এক পণ্য। বরফ জমানোর ওস্তাদ ফ্রিজটির দাম ৯৮৫.১০-১.৯২.৪৯ ডলারের মধ্যে।
৩. ফ্রিজার যখন নিচের অংশে রয়েছে তখন এলজি এলডিসি২৪৩৭০এসটি বেছে নেওয়া যায় নিশ্চিন্তে। এর দাম ১৪৩৯ ডলার।
৪. দুইপাশে দুই দরজার রেফ্রিজারেটরের সেরাদের তালিকা স্থান করেছে এলজি এলএসএক্সএস২৬৩২৬এস ২৬ কিউবিক ফুট। সাইড বাই সাইড ক্লাস রেফ্রিজারেটরের দুনিয়ার এটি দারুণ। দাম ১২৯১.১০-১৪০৬.৪৯ ডলার।
৫. ফ্রেঞ্চ ডোর ফ্রিজের আশা মনে পুষে রাখলে নির্দ্বিধায় কিনতে পারেন জিই জিএনএস২৩জিএমএইচইএস ২২.৭ কিউবিক ফুটের ‘ফ্রেঞ্চ-ডোর’ রেফ্রিজারেটর। এর দাম পড়বে ১৩৯৯-১৪৩৯.১০ ডলারের মধ্যে।
৬. স্যামসাংয়ের ২৪.৭ কিউবিক ফুটের ‘সাইড-বাই-সাইড ফুড শোকেস’ রেফ্রিজারেটরটি ডোর-ইন-ডোর ক্যাটাগরি ফ্রিজের মধ্যে এ বছরের সেরা। এর দাম পড়বে ১৫৭৯-১৫৯৯.৯৯ ডলারের মধ্যে।
৭. নানা ধরনের ফিচারসমৃদ্ধ ফ্রিজ কিনতে জিই ‘প্রোফাইল সিরিজ’-এর ২৭.৭ কিউবিক ফুটের ফ্রেঞ্চ ডোর কিনতে পারেন। দাম বেশ বেশি। ২০৪৭.৯৯-৩০৯৯ ডলারের মধ্যে।
৮. বেশ কমদামি ফ্রিজের মধ্যে আছে জিই স্লেট টপ ফ্রিজার রেফ্রিজারেটর। তার নাম ৫৮৪-৬৬০ ডলার।
৯. জিই আর্টিস্টি সিরিজ এবিই২০ইজিএইচবিএস এনার্জি স্টার মডেলের ২০.৩ কিউবিক ফুটের ফ্রিজটি বটম ফ্রিজার রেফ্রিজারেটর। এর দাম পড়বে ১০৪৯-১২৩৪.৬৫ ডলার। একটা নান্দনিক ফ্রিজের তালিকায় ঠাঁই নিয়ে এটি।
১০. স্যামসাং আরএফ৩৪এইচ৯৯৬০এস৪ শেফ কালেকশনের ৩৪.৩ কিউবিক ফুটের ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটরটি স্টেইনলেস স্টিলের তৈরি। এর দাম ৪২৯৯-৫৩৯৯ ডলার। অভিজাত ফ্রিজের তালিকায় এটি এ বছরের সেরা।