Wed. Sep 17th, 2025
Advertisements

66রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম এবং এর আশপাশের জেলাগুলির গুরুত্বপূর্ণ ও জরুরি সব ফোন নাম্বার নিয়ে যাত্রা শুরু করলো ‘সিটিজি ইমার্জেন্সি’ (ঈঞএ ঊসবৎমবহপু অঢ়ঢ়) নামে একটি মোবাইল অ্যাপ। অ্যানড্রয়েড ফোনের জন্য গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে। অফলাইন হওয়ায় অ্যাপটি চলবে ইন্টারনেট ছাড়াই!
যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান ডিগবাজার লিমিটেড জানিয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটনসহ জেলার সব থানার পাশাপাশি র‌্যাব, হাসপাতাল-ক্লিনিক, ফায়ার সার্ভিস, ব্লাড ব্যাংক, অ্যাম্বুলেন্স, বাস-ট্রেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফোন নাম্বার যুক্ত হয়েছে। এ ছাড়া এয়ারপোর্ট-এয়ারলাইন্স, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বন্দর, সিডিএ, হোটেল-রেস্তোরাঁ, মার্কেট ইত্যাদির ফোন নাম্বারও রয়েছে ওই অ্যাপটিতে। সেই সঙ্গে কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিরও গুরুত্বপূর্ণ সব নাম্বার আছে। এতে মোট ক্যাটাগরি রয়েছে ২৬টি।
অ্যাপটি ডাউনলোডের লিঙ্ক হলো : .পড়স.পঃম.বসবৎমবহপু প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ডেইজি হ্যামিলটন বলেন, চট্টগ্রামে অর্ধকোটিরও বেশি মানুষ রয়েছে। তাদের জরুরি প্রয়োজনে গুরুত্বপূর্ণ নাম্বারগুলি একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্যই আমাদের এ উদ্যোগ। আশা করি অ্যাপটি সবার কাজে লাগবে। প্রতিষ্ঠানটির কনটেন্ট ডেভেলপমেন্ট ম্যানেজার ফারজানা মৌ বলেন, চট্টগ্রামের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই অত্যন্ত কষ্টসাধ্য এ কাজটি করেছে আমাদের প্রতিষ্ঠান। ফোন নাম্বারে কিছু ভুল থাকতে পারে। তবে ব্যবহারকারী তথা চট্টগ্রামবাসী যদি সঠিক নাম্বার দিয়ে সহযোগিতা করেন তাহলে আমরা সময়ে-সময়ে তা আপডেট করবো। তিনি জানান, অ্যাপটি শিগগিরই অ্যাপল প্লে-স্টোরেও উন্মুক্ত করা হবে।