Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

53খোলা বাজার২৪, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫ : পৃথিবীর সেরা পাঁচ শতাধিক নতুন উদ্যোগের মধ্যে সেরা দশ নির্বাচন করেছে বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস কর্তৃক বিশ্বসেরা স্টার্টআপ সহায়তাকারী প্রতিষ্ঠান ‘ওয়াই কম্বিনেটর’। বিশ্বসেরা দশ নতুন উদ্যোগের তালিকায় নয় (৯) নম্বরে রয়েছে বাংলাদেশের গ্রোসারি শপ চালডাল ডট কম।
চালডাল বাংলাদেশের জনগণকে এক দোকানে নিত্য প্রয়োজনীয় সব পণ্য পাওয়ার সুবিধা দিচ্ছে। আছে তিনটি ওয়্যারহাউজে ৪ হাজার এর বেশি প্রোডাক্ট। প্রতিদিন গড়ে ৪০০ কাস্টমারদের কাছে পণ্য পৌঁছে দিচ্ছে তারা। এক ঘণ্টার মধ্যেও পন্য কাস্টমারদের হাতে পৌঁছে দিচ্ছে চালডাল। এসব দিক বিবেচনায় বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ‘ওয়াই কম্বিনেটর’ এর ২০১৫ সামিটে বিশ্বসেরা ৫০০ স্টার্টআপের র‌্যাংকিংয়ে ৯ম স্থান দখল করেছে চালডাল।
ওয়াসিম আলিম, তেজাস বিশ্বনাথ ও জিয়া আশরাফ ২০১৩ সালে বাংলাদেশের মানুষদের বিশ্বসেরা অনলাইন সুবিধা দেওয়ার উদ্দেশ্যে চালডাল ডট কম প্রতিষ্ঠা করেন। তারা জানান, বিশ্বসেরা ‘ওয়াই কম্বিনেটর’ প্রকাশিত বিশ্বসেরা নতুন উদ্যোগের তালিকায় চালডালের নাম দেখে তারা আরও বেশি উদ্যমী হয়ে উঠেছেন। তারা চান ঢাকার প্রতিটি অঞ্চলের পাশাপাশি দেশের ব্যস্ত শহরগুলোতেও চালডালের ওয়্যারহাউজ প্রতিষ্ঠা করার মাধ্যমে সারাদেশের মানুষদের নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের হোম ডেলিভারি সুবিধা দিতে এবং সেই লক্ষে কাজ করে চলেছেন।