Wed. Aug 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

64খোলা বাজার২৪, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫ : সংসদ সদস্যদের বায়োমেট্রিক (আঙ্গুলের ছাপ) পদ্ধতিতে মোবাইল সিমকার্ড নিবন্ধনের জন্য জাতীয় সংসদ ভবনে অস্থায়ী সেন্টার বসানো হবে। সেখানে সিম নিবন্ধন ও পূননিবন্ধনের সুযোগ থাকবে। এ বিষয়ে স্পিকারের অনুমতি চেয়ে মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আগামী জানুয়ারিতে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হলে অস্থায়ী সেন্টারের কার্যক্রম শুরু হবে। একই সেন্টারে মোবাইল অপারেটরগুলোর ডিভাইস বসিয়ে আঙুলের ছাপ নেওয়া হবে। সংসদ সদস্যদের পাশাপাশি মন্ত্রী ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা সেখানে সিমকার্ড কেনার পাশাপাশি সিম ভেরিফিকেশনের সুযোগ পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে জানতে চাইলে ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের জানান, আগামী অধিবেশনে সংসদ ভবনে তথা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের প্রস্তাব করা হয়েছে। এজন্য সংসদ ভবনে অস্থায়ী সেন্টার বসানোর অনুমতি চেয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে। স্পিকারের অনুমতি পেলে আগামী অধিবেশনে এ কার্যক্রম শুরু হবে।
যেখানে অন্তত ৭ দিনের মধ্যে সংসদ সদস্যরা সিম ভেরিফিকেশন করে নিতে পারবেন। উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী তারানা হালিম। আগামী এপ্রিলের মধ্যে এ পদ্ধতিতে সকল অপারেটরের সিম পূননিবন্ধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অন্যরকম