Sat. Sep 20th, 2025
Advertisements

69খোলা বাজার২৪, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫ : এটিও এক রকমের ব্যাংক। এই ব্যাংকের কর্মীরাও মানুষের দরজায় দরজায় পৌঁছে যায়। ভাবছেন বাহ্ বেশ তো! গ্রাহক সেবা তো বেশ উন্নত এই ব্যাংকে। মনে মনে হয়ত ভেবেও ফেলেছেন এতক্ষণে, যদি সম্ভব হত এখানেই নিজের জমানো পুঁজি রাখতেনে। কিন্তু এত তাড়াতাড়ি এমন সিদ্ধান্ত নেবেন না। কারণ এখানে টাকা জমানো যায় না। জমানো হয় খাবার। অভিনব এই ব্যাংকটির নামটিও বেশ চমকপ্রদ। নাম তার রুটি ব্যাংক।
ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে কয়েকজন সহৃদয় ব্যক্তি শুরু করেছেন ব্যাংকর এই সেবা। উত্তরপ্রদেশের কয়েকটি জায়গায় ইতিমধ্যেই আছে রুটি ব্যাংক। এবার এই সেবা চালু হয়েছে ওইরাষ্ট্রেও।
ঔরঙ্গাবাদের সম্পন্ন ঘরের মানুষদের কাছ থেকে ঘরে তৈরি খাবার সংগ্রহ করেন ব্যাংকের সদস্যরা। রুটি ব্যাংকের সদস্যরা জানিয়েছেন, কোন বাসি খাবার তাঁরা সংগ্রহ করেন না। সম্পন্ন গৃহস্থের কাছ থেকে দু’টি করে রুটি সংগ্রহ করা হয়। তারপর সেই খাবার তাঁরা পৌঁছে দেন দুঃস্থদের কাছে। এভাবেই গরিবদের জন্য খাদ্য সুরক্ষিত করছে ঔরঙ্গাবাদের রুটি ব্যাংক।-এবিপি