Mon. Sep 15th, 2025
Advertisements

3খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫: এবার রাজধানীর শ্যামলী থেকে আমিন বাজার পর্যন্ত অবৈধ পার্কিং উচ্ছেদ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। রাজধানীর যানজট নিরসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাজনৈতিক ব্যক্তিত্ব, বাস-ট্রাক মালিক সমিতির নেতাদের সহায়তায় মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়ক, মোহাম্মদপুর, তেজগাঁও শিল্প এলাকা ও তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন সড়ক পার্কিংমুক্ত করতে সমর্থ হয়েছে।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বেলা ২টায় শ্যামলী থেকে আমিন বাজার পর্যন্ত এলাকা এক জনসমাবেশের মাধ্যমে “পার্কিংমুক্ত ঘোষণা” করা হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি, কর্নেল (অব.) ফারুক খান এমপি ও সভাপতি, স্থায়ী কমিটি, বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মো. আসলামুল হক।
সভায় সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। অনুষ্ঠানে বাস-ট্রাক মালিক সমিতি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপন্থিত থাকবেন।