Thu. Sep 18th, 2025
Advertisements

26খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫: উত্তর-পূর্বাঞ্চলীয় নাইজেরিয়ায় নারী আত্মঘাতি বোমা হামলাকারীদের হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির আদামাওয়া প্রদেশের মাদাগালি শহরের একটি বাজারে দুই বোমা হামলাকারী আঘাত হানে। এক সেনা কর্মকর্তা জানান, তাতে নিহত হয় ২৫ জনেরও বেশি।
অপরদিকে পার্শ্ববর্তী বর্নো প্রদেশের মাইদুগুরিতে বেশ কয়েকটি হামলায় ৩০ জনেরও বেশি নিহত ও শতাধিক মানুষ আহত হন। এ খবর দিয়েছে বিবিসি। গত সপ্তাহে নাইজেরিয়া ঘোষণা দিয়েছিল যে, চরমপন্থী বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে সেনাবাহিনী টেকনিক্যালি জয় পেয়েছে। সর্বশেষ হামলাগুলোর পেছনে বোকো হারাম গোষ্ঠীই রয়েছে বলে দাবি করা হচ্ছে। বিবিসির প্রতিনিধি জানান, বোকো হারামের সন্ত্রাসীরা প্রমাণ করার চেষ্টা করছে যে, তারা এখনও বিস্তৃত আকারে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম।