Sun. Sep 21st, 2025
Advertisements

27খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫: চালকবিহীন গাড়ির জন্যে কেমব্রিজ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তৈরি করেছেন নতুন ‘সেগনেট’ সিস্টেম। আলোর লাল, সবুজ ও নীল রশ্মি বিশ্লেষণ করে রাস্তা, স্ট্রিট সাইন, রোড মার্কার, মানুষ এমনকি আকাশও চিহ্নিতও করতে পারে এটি।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, সিস্টেমটি একটি ‘বেইজিয়ান’ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে চারপাশের আরজিবি ইমেজ বিশ্লেষণ করে আলো ও রঙের বিভিন্ন স্তর চিহ্নিত করে।
‘সেগনেট’ নিজেই কয়েক মিটারের মধ্যে নিজের এবং আশপাশের বিভিন্ন বস্তুর অবস্থান চিহ্নিত করতে পারে। অর্থ্যাৎ, সেগনেট জিপিএস-এর থেকেও উন্নত এবং ছবি বিশ্লেষণ করে প্রতিবেদনে দেওয়ার জন্য এর কোনো ওয়্যারলেস সংযোগের প্রয়োজন নেই–মন্তব্য করেছে টেকক্রাঞ্চ।
গবেষক দলের প্রধান প্রফেসর রবার্টো কিপোলা এ প্রসঙ্গে বলেন, “এই ধরনের প্রযুক্তি ঘরের কাজে ব্যবহার করা হয় এমন রোবট–যেমন রোবটিক ভ্যাকুয়াম ক্লিনারে দেখার সম্ভাবনাই বেশি। স্বনিয়ন্ত্রিত গাড়ির উপর চালকদের সম্পূর্ণ নির্ভরতা অর্জনে আরও সময় লাগবে। কিন্তু এই ধরনের প্রযুক্তি আমরা যত নিঁখুত ও কার্যকর করতে পারবো, স্বনিয়ন্ত্রিত গাড়ির বহুল প্রচলনের দিকে আমরা ততই এগিয়ে যাবে।