Sat. Sep 20th, 2025
Advertisements

36খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫: ‘বিগ বস’-এ বেশ ‘গুডি গুডি’ ইমেজ তাঁর। রিয়েলিটি শোয়ের দৌলতেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এখন অবশ্য ‘ক্যায়া কুল হ্যায় হাম ৩’ ছবির ট্রেলরের সৌজন্যে তিনি পৌঁছে গিয়েছিলেন কয়েক লক্ষ দর্শকের কাছে। ছবিতে তিনি কেমন চরিত্রে, ট্রেলরেই তার ইঙ্গিত ছিল।
সম্প্রতি এক ফটোশুটে তিনি দেখিয়ে দিলেন, তিনি ততোটাও ‘গুডি গুডি’ নন, টেলিভিশনের পরদায় তাঁকে যেরকম মনে হয়। ‘ক্যায়া কুল হ্যাম হাম ৩’ ছবির জন্যই ফটোশুট করছিলেন মন্দানা। হট প্যান্ট ও ক্রপ টপেই এই শুট হওয়ার কথা ছিল। তবে বলিঅন্দরের খবর, তিনি নিজেই বিকিনি তুলে নেন। বিকিনিতেই ফটোশুট করবেন জানান। সেইমতো হয় শুটও। তার বিকিনি ছবি ইতিমধ্যেই অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই মন্দানাকে দেখে কেউই মেলাতে পারছেন না চেনা মন্দানাকে।
বিগ বসের আসরে যে মন্দানা বাড়ি ফেরার বায়না ধরে সালমানের কাছে বকুনি খান, আর যে মন্দানা বিকিনিতে বাজিমাত করেন দু’জনে এক? এ প্রশ্নই এখন বলিঅন্দরে। অনেকেই বলছেন, রিয়ালিটি শো যা দেখায় তা মোটেই রিয়াল নয়। আর তাই বোধহয় মন্দানার এমন ভোলবদল। সূত্র: কলকাতা