Sun. Sep 14th, 2025
Advertisements

39খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ন্যায্য দাবি বিবেচনায় অচিরেই বেতন বৈষম্য কমিটির সঙ্গে বৈঠক করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। তাই নতুন করে কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রসঙ্গত, গত রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব এ এস এম মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয় বন্ধের হুমকি দেন।
তারা বলেন, চলতি মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি মানা না হলে ২ জানুয়ারি সব বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ বন্ধ করে দেয়া হবে। শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষকদের দাবির বিষয়ে গত রবিবার আমি অর্থসচিবের সঙ্গে কথা বলেছি। তাকে বেতন-বৈষম্য নিরসনসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক আয়োজন করতে বলেছি। তিনি এ বিষয়ে একমত হয়েছেন। বৈঠকে আলোচনা করে কীভাবে সমস্যা সমাধান করা যায় সেই উদ্যোগ আমরা নেব।