Mon. Sep 15th, 2025
Advertisements

51খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫: সরকারের প্রতি সমর্থন বিদায়ী ২০১৫ সালে ৬৬ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনসমর্থন দাঁড়িয়েছে ৬৭ শতাংশে। ‘গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনার’ এবং যুক্তরাষ্ট্রের ‘ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট’ (আইআরআই)-এর তত্ত্বাবধানে নিয়েলশন বাংলাদেশ পরিচালিত জনমত জরিপে এমন তথ্য পাওয়া গেছে। প্রায় অর্ধেক মতামত প্রদানকারী বিরোধী দলের প্রতি বিভিন্ন বিষয়ে বিরক্ত। অন্যদিকে বাকি অর্ধেক নিশ্চিত নয়- বিরোধীরা আসলে কি চায়। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়েও জনমত ছিল যথেষ্ট ইতিবাচক।
জরিপে বিচার বিভাগের প্রতি সমর্থন জানিয়েছেন ৭৩ শতাংশ। জেলা প্রশাসকদের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৭২ শতাংশ মানুষ। জনমত জরিপে র‌্যাবের প্রতি আস্থা প্রকাশ করেছেন ৭৬ শতাংশ মানুষ। জনমত জরিপে গণমাধ্যমের প্রতি সর্বাধিক আস্থা প্রকাশ করেছে ৮৩ শতাংশ মানুষ। এতে আরো বলা হয়েছে, ৬২ শতাংশ মানুষ মনে করে সরকার সঠিক পথে রয়েছে। এই জনমত জরিপে ১৮ বছর বা তদুর্ধ্ব ২ হাজার ৫৫০ জন মানুষের মতামত নেয়া হয়েছে। এই জরিপে ব্যক্তিগতভাবে বাড়ি বাড়ি গিয়ে মতামত গ্রহণ করা হয়। পদ্ধতি ও কার্যগত ভুলের হার কমবেশি ২ শতাংশ।