Sun. Sep 21st, 2025
Advertisements

22খোলা বাজার২৪,বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫: আগামী ১ জানুয়ারি বর্নাঢ্য আয়োজনে অুনষ্ঠিত হতে যাচ্ছে ‘মান্না উৎসব’। প্রয়াত নায়ক মান্নাকে নিয়ে এমন আয়োজন এবারই প্রথম। মান্না ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে বর্নাঢ্য এ উৎসবের মধ্যদিয়ে দেশের ৭ জন গুণী চলচ্চিত্র অভিনয়শিল্পীকে প্রদান করা হবে মান্না স্মৃতি পদক।
উৎসবে মান্না অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের উল্লেখযোগ্য দৃশ্য প্রদর্শিত হবে। সেই সাথে মঞ্চ পারফরমেন্স করবেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীরা। প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবে অংশ নিয়ে মান্নার স্মৃতিচারণ করবেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আর এ লক্ষ্যে আগামী ৩১ ডিসেম্বর তার ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।
মান্না উৎসবে মূলত সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে মান্না অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের উল্লেখযোগ্য দৃশ্য প্রদর্শনসহ ৭ গুণী শিল্পীকে মান্না স্মৃতি পদক প্রদান ও স্মৃতিচারণা। অনুষ্ঠানে মান্নার সঙ্গে শুটিংকালীন বিভিন্ন স্মৃতি তুলে ধরবেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
উল্লেখ্য, প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি স্বরূপ ২০০৬ সালে মান্না জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০০৮ সালের ১৭ ফেব্র“য়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।