খোলা বাজার২৪,বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫: এই প্রথম গেইমারদের ভার্চুয়াল পোশাকের জন্য ইন অ্যাপ পারচেজ নিয়ে এলো জাপানি প্রতিষ্ঠান নিনটেনডো।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, মোবাইল গেইমে এ নতুন পদক্ষেপটি নিতে নিনটেনডোকে সাহায্য করছে নিনটেনডোর অংশীদার ও ভিডিও গেইম ডেভেলপার প্রতিষ্ঠান ডিনা।
২০১৬ সালে এই অ্যাপটি চালু করার কথা জানিয়ে ডিনার প্রধান সাও মোরিইয়াসু ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালকে এক সাক্ষাৎকারে বলেছেন, “যোগাযোগই গেইমের প্রধান বিষয় হলেও আমি মনে করি এতে আরও অনেক কিছুই যোগ করা যেতে পারে- ছোট গেইম ব্যবহারকারীরা তাদের বন্ধুদের সঙ্গে খেলতে পারবে এমন সুবিধার মতো।” তিনি আরও বলেন, “এই সম্ভাবনাকেই মাথায় রেখে আমরা প্রথমে মিই চরিত্রের পোশাক গেইমাদের কাছে বিক্রির ব্যবস্থা করেছি।”
চলতি বছর মার্চে নিনটেনডো এবং ডিনা পরস্পরের ব্যবসায় অংশীদার হওয়ার ঘোষণা দেয়। বছরের শেষের দিকে তাদের যৌথ উদ্যোগে মোবাইল গেইম চালু করার কথা থাকলেও তা পিছিয়ে ২০১৬ মার্চে গিয়ে ঠেকেছে ।
নিনটেনডো প্রেসিডেন্ট তাৎসুমি কিমিশিমা গেইমটির নাম মিটোমো হবে বলে নিশ্চিত করেছেন। নিনটেনডোর জনপ্রিয় চরিত্র মারিও এর মতো এই গেইমটির প্রধান চরিত্রগুলোর জায়গায় এতে মিই-এর উপর জোর দেওয়া হবে।
মোরিইয়াসু বলেন, “মিটোমো-তে বিনোদনের উপর বেশি জোর দেওয়া হয়েছে। মিই-এর মাধ্যমে বন্ধুদের নতুন নতুন চেহারা আবিষ্কারের এই প্রক্রিয়া অনেক আনন্দের হতে পারে।”
তিনি আরও বলেছেন, “আমরা গেইমটির সঙ্গে গেইমারদের ফেইসবুক ফ্রেন্ডলিস্টের সঙ্গে যোগ করারও চিন্তা করছি। সচরাচর যোগাযোগ হয় না এমন বন্ধুদের সঙ্গে যুক্ত হয়ে গেইমাররা আরও মজা পাবেন।”
জাপানের বৃহৎ মোবাইল গেইম প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ডিনা এর সঙ্গে অংশীদারীত্বের আগেও নিনটেনডো স্মার্টফোন, ট্যাবলেটের জন্য গেইম তৈরি করেছে।