Thu. Sep 18th, 2025
Advertisements

7খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫: ব্রিটেনে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করার দায়ে এক দম্পতিকে গ্রেপ্তার করল লন্ডন পুলিশ। লন্ডনের একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, ২৫ বছর বয়সী মোহাম্মাদ রেহমান টুইটার বার্তায় তার বন্ধুদের জানিয়েছেন, তিনি লন্ডনের একটি শপিং সেন্টার ও ভূগর্ভস্থ ট্রেন লাইনে বোমা হামলা চালাবেন। রেহমান টুইটারে নিজের পরিচয় দিয়েছেন সাইলেন্ট বোম্বার।
রেহমানের টুইট বার্তায় ২০০৫ সালের জুলাই মাসে আল-কায়েদার পক্ষ থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তির লিংক সংযুক্ত ছিল বলে অভিযোগ। ইংল্যান্ডের কেন্দ্রীয় ফৌজদারি আদালত জঙ্গি হামলার পরিকল্পনার দায়ে রেহমান ও তার স্ত্রী সানা আহমেদ খানকে অভিযুক্ত করেছে। তবে তাদের বিরুদ্ধে এখনও শাস্তি ঘোষণা করেনি সে দেশের আদালত। পুলিশ তাদের বাসভবন থেকে ১০ কেজি ইউরিয়া নাইট্রেট উদ্ধার করেছে। এই রাসায়নিক দিয়ে বোমা বানানো সম্ভব।