খোলা বাজার২৪, শুক্রবার, ১ জানুয়ারি ২০১৬: যুক্তরাষ্ট্রের কলোরাডোতে একটি মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানায় নামাজের জন্য প্রয়োজনীয় জায়গার দাবি করে মিছিল করায় প্রায় ২০০ শ্রমিককে চাকুরিচ্যুত করা হয়েছে।
এদের বেশিরভাগই সোমালি অভিবাসী।
আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কেয়ার) জানায়, কারগিল মিট সিলউশন্স নামের ওই কারখানার ম্যানেজাররা মুসলিম শ্রমিকদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে। কারখানাটি ডেনভার থেকে ৭৫ মাইল দূরে ফোর্ট মর্গানে অবস্থিত।
কেয়ারের মুখপাত্র জেলানি হুসেন বলেন, দীর্ঘদিন যাবৎ এখানকার শ্রমিকরা নামাজের সুযোগ পেলেও এখন তাদের ওপর নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং তারা এর প্রতিবাদ জানান।
ইসলামী বিধানমতে, প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় বাধ্যতামূলক।
কোম্পানির মুখপাত্র মাইক মার্টিন বলেছেন, তারা সাধ্যমত সব শ্রমিককে ধর্মকর্ম পালনের সুযোগ করে দেন। তিনি বলেন, মিছিলের পর তিন ধরে কাজে যোগ না দেয়ায় ১৯০ শ্রমিককের চাকুরিচ্যুত করা হয়েছে।
খবর রয়টার্সের।