Thu. Sep 18th, 2025
Advertisements

4খোলা বাজার২৪,শনিবার, ২ জানুয়ারি ২০১৬: এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, শেখ হাসিনা সরকার মিল্কভিটার মাধ্যমে দেশের দুগ্ধখাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করছে। প্রতিমন্ত্রী আজ শুক্রবার রংপুর জেলার পীরগঞ্জ ও মাহিপুরে প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে দুটি দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে পৃথক অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদের হোসেন লিপু, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব মো. জাহাঙ্গীর আলম, মিল্কভিটার অতিরিক্ত মহাপরিচালক কাজী মেজবা উদ্দিন উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, সুষ্ঠু জাতি গঠনে দুধ একটি আর্দশ খাদ্য হিসেবে বিবেচিত। একে সহজ ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে স্বল্প মাধ্যম ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে দুগ্ধ ও সমবায় সমিতি এবং ভোক্তা সাধারণ লাভবান হবেন। তিনি মিল্কভিটার সিস্টেম লস কমাতে কর্মকর্তা-কর্মচারিদের স্বচ্ছ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ বিষয়ে কোন গাফিলতি সহ্য করা হবে না।