Fri. May 9th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10খোলা বাজার২৪,শনিবার, ২ জানুয়ারি ২০১৬: ফিসফিসয়ে বললেন ‘আমার ডায়েট শুরু কাল, মানে জানুয়ারি ২ থেকে। বছরের শেষ দিন আর নতুন বছরের প্রথম দিন কী ডায়েট করা যায়?’ যখন ফোন গিয়েছিল দেশি মুরগির ঝাল রান্না করছিলেন। আর মাঝে মাঝেই চাখছিলেন! সুতরাং তাঁর ভাষ্য জীবন একটাই জীবন। খেতে ভালোবাসি, আগে তো খাই, তারপর এক্সারসাইজ! মুশকিল হলো নায়িকা রান্নাও করেন তুখোড়। আমরা চাই তিনি খেয়ে-দেয়ে-আনন্দে থেকে ভালো অভিনয়টা করে যান। এসব ছিল কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর কথা।