Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খোলা বাজার২৪,শনিবার, ২ জানুয়ারি ২০১৬: ব্যবহারকারীদের ইন্টারনেটের ‘লুকানো হুমকি’ থেকে রক্ষা করার জন্য বিনামূল্যে ‘ওয়েব টিউনআপ’ সফটওয়্যার সরবরাহ করে অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান এভিজি। কিন্তু ক্রোম ব্রাউজারের সিকিউরিটি ফিচার ওভাররাইড করে ব্যবহারকারীদের উল্টো সাইবার আক্রমণের ঝুঁকিতে ফেলছে সফটওয়্যারটি।
‘ওয়েব টিউনআপ’ সফটওয়্যারের ত্রুটি চলতি মাসের শুরুতে ধরা পড়ে ওয়েব জায়ান্ট গুগলের সাইবার নিরাপত্তা দলের কাছে।
১৫ ডিসেম্বর গুগল কর্মী ট্যাভিস অর্ম্যান্ডি প্রথম ওই সমস্যা শনাক্ত করেন বলে জানিয়েছে বিবিসি। ওয়েব টিউনআপ ক্রোম ব্রাউজারে একটি প্লাগ-ইন ‘ফোর্স ইনস্টল’ করছে বলে জানান তিনি।
এর ফলে, ব্যবহারকারীদের ইন্টারনেট হিস্টোরি আর অন্যান্য ব্যক্তিগত ডেটা অন্য কেউ দেখে ফেলতে পারেন বলে জানান তিনি। এই দুর্বলতা ব্যবহারকারীদের ইমেইল আর অন্যান্য অনলাইন কার্যক্রমে হ্যাকাররা গুপ্তচরবৃত্তি চালানোর সুযোগ করে দিতে পারে বলেও আশঙ্কার কথা জানান তিনি।
১৫ ডিসেম্বরেই এভিজিকে ‘ওয়েব টিউনআপ’-এর ত্রুটি সম্পর্কে জানান অরম্যান্ডি। নেদারল্যান্ডভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানটিকে উদ্দেশ্য করে লেখেন, “আমার কঠোর স্বরের জন্য ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি ক্রোম ব্যবহারকারীদের জন্য এই আবর্জনা ইনস্টল হওয়ার ব্যাপারে মোটেও আনন্দিত নই। আপনাদের নিরাপত্তা সফটওয়্যার ৯০ লাখ ক্রোম ব্যবহারকারীর ওয়েব নিরাপত্তা নষ্ট করছে বলে আমি উদ্বিগ্ন।”
প্রাথমিক চেষ্টায় এভিজি সফটওয়্যার ত্রুটি সমাধান করতে ব্যর্থ হয়ে বলে জানিয়েছে বিবিসি। তবে প্লাগ-ইনটির একটি নতুন সংস্করণ আনার পর ওই সমস্যার সমাধান হয়েছে বলে মঙ্গলবার নিশ্চিত করেছেন অরম্যান্ডি।
এক বিবৃতিতে এভিজির পক্ষ থেকে বলা হয়েছে, “ওয়েব টিউনআপ অপশনাল ক্রোম এক্সটেনশন-এর দুর্বলতা নিয়ে সতর্ক করায় আমরা গুগল সিকিউরিটি রিসার্চ টিমকে ধন্যবাদ জানাই। ওই দুর্বলতার সমাধান করা হয়েছে, আর সমাধান হিসেবে প্লাগ-ইনটির আপডেট বের করা হয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের জন্য আপডেট হয়ে যাবে।