Sat. Sep 20th, 2025
Advertisements

35খোলা বাজার২৪,শনিবার, ২ জানুয়ারি ২০১৬: নতুন বছরটা বেশ ব্যস্ততার মধ্য দিয়েই যাবে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। বলিউডের একজন শীর্ষসারির চলচ্চিত্র নির্মাতা সম্প্রতি তার একটি রোমান্টিক মুভির জন্য শ্রদ্ধার নাম ঘোষণা করেছেন। এতে শ্রদ্ধার বিপরীতে থাকছেন তার সাবেক বয়ফ্রেন্ড আদিত্য রায় কাপুর। এ খবরের উত্তেজনার মধ্যেই ফের আরেক খ্যাতিমান নির্মাতা মুহিত সুরিও তাকে দলে ভেড়ালেন। ‘হাফ গার্লফ্রেন্ড’ নামে একটি মুভিতে অভিনয়ের জন্য এই অভিনেত্রীকে চুক্তিবদ্ধ করেছেন তিনি। চেতান ভাগাতের লেখা একই নামের একটি উপন্যাস অবলম্বনে মুভিটি নির্মাণ করা হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার
‘হাফ গার্লফ্রেন্ড’ প্রজেক্টের উপর তিনটি মজার তথ্য আছে। প্রথমটি হলো মুহিত সুরির সঙ্গে এটা হচ্ছে শ্রদ্ধার তৃতীয় মুভি। কোনো বই অবলম্বনে নির্মিত এটা হচ্ছে শ্রদ্ধা অভিনীত দ্বিতীয় মুভি। তার এর আগের মুভিটি হচ্ছে ‘হায়দার’। তৃতীয়টি হলো এই প্রথম দিল্লিভিত্তিক কোনো বিত্তশালী নারীর চরিত্রে মুভিটিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
এদিকে, ‘হাফ গার্লফ্রেন্ড”র ব্যাপারে শ্রদ্ধার কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে একটি সূত্র জানায়, মুভিটিতে চুক্তিবদ্ধ হওয়ায় খুবই উচ্ছ্বসিত তিনি।