খোলা বাজার২৪,শনিবার, ২ জানুয়ারি ২০১৬: ২১ ডিসেম্বর মহাকাশ অভিযান শেষে উল্লম্ব অবতরণের ইতিহাস গড়েছিল স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেট। অবতরণের সময় রকেটির কোনো ক্ষতি হয়নি এবং চাইলেই এটি আবারও মহাকাশ অভিযানে পাঠানো যাবে বলে ঘোষণা দিয়েছেন স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। “ফ্যালকন ৯ এখন কেপ ক্যানাভেরালের হ্যাঙ্গারেই আছে। কোনো ক্ষতি খুঁজে পাওয়া যায়নি।” এটি আবারও ব্যবহারের জন্য তৈরি বলেও জানান তিনি।
ব্যক্তিমালিকানাধীন মহাকাশ গবেষণা সংস্থাগুলোর ইতিহাসে একটি বড় সাফল্য ফ্যালকন ৯। ২১ ডিসেম্বরের মিশনে মহাকাশে কার্গো পৌঁছে দেয় রকেটটি। এর দ্বিতীয় স্তরের ইঞ্জিন চালু হওয়ার পর আলাদা হয়ে যায় এর বুস্টার ইঞ্জিনগুলো। এরপর একাধিকবার ‘ফিউয়েল বার্ন’ প্রক্রিয়ার মাধ্যমে লম্বা-লম্বি অবতরণের জন্য নিজেকে সুবিধাজনক অবস্থানে নিয়ে আসে রকেটটি। এরপর ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের এক ভাসমান ল্যান্ডিং পোর্টে অবতরণ করে রকেটটি।
মহাকাশে যাত্রীবহনের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ফ্যালকন ৯-এর এই সাফল্য একটি বড় অর্জন বলেই জানিয়েছে দ্য ভার্জ। উল্লম্ব অবতরণ করার ফলে পুনঃব্যবহার করা যাবে রকেটগুলো, যাতে মহাকাশযাত্রার খরচ কমবে ব্যাপকহারে।
মহাকাশ অভিযানের গত ৫৮ বছরের ইতিহাসে যতগুলো রকেট মহাকাশে পাঠানো হয়েছে পুনঃব্যবহার করা যায়নি তার কোনোটাই। মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময়ই পুড়ে যায় সিংহভাগ রকেট।