Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪,শনিবার, ২ জানুয়ারি ২০১৬: নতুন এক গবেষণা থেকে জানা গেছে, কেউ যদি খবরাখবর রাখতে, গেইম খেলতে, নিজ পোস্টের মন্তব্য পড়তে কিংবা নতুন বন্ধু তৈরি করার খাতিরে ফেইসবুক ব্যবহার করেন, তাহলে তার ‘ফেইসবুক নির্ভরশীলতা’ থাকার আশঙ্কা রয়েছে।
ইউনিভার্সিটি অফ অ্যাক্রনের যোগাযোগ বিভাগের সহকারি অধ্যাপক এবং গবেষকদলের সদস্য অ্যাম্বার ফেরিস-এর মতে, “আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে ঠিক যতটা ফেইসবুক ব্যবহার করব, ঠিক ততটাই এর উপর নির্ভরশীল হয়ে পড়বো।”
অন্যদিকে পালস ডটকম ডটজিএইচ-এর মতে, যারা নতুন মানুষের সংস্পর্শে আসতে সামাজিক যোগাযোগের মাধ্যমটিকে ব্যবহার করেন, তারাই এর উপর সবচেয়ে বেশি নির্ভরশীল। ফেইসবুক নির্ভরশীলতার কারণ নির্ণয়ের লক্ষ্যে গবেষকরা ১৮ থেকে ৬৮ বছর বয়সের ৩০১ জন ফেইসবুক ব্যবহারকারীকে বেছে নিয়েছিলেন, এরা সবাই সাইটটিতে মাসে অন্তত একবার হলেও পোস্ট করেছেন।
গবেষণায় দেখা যায়, যারা ফেইসবুককে নিজেকে বুঝতে পারার ভাল একটি মাধ্যম মনে করেন, তারা সাইটটিকে নতুন মানুষদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য এবং অন্যদের দৃষ্টি আকর্ষণ করার জন্য ব্যবহার করেন। এ ধরনের মানুষ বন্ধুসুলভ ব্যক্তিত্বের অধিকারী হলেও, অন্যদের তুলনায় এদের আত্মসম্মানবোধ কম। এ প্রসঙ্গে ফেরিস বলেন, “এরা ফেইসবুক বন্ধুদের মতামতের উপর নির্ভর করে নিজেদেরকে বোঝার চেষ্টা করেন।”
এ ছাড়া তথ্য ও বিনোদনমূলক বিষয় (যেমন ঘোরাফেরা কিংবা অবসর সময় কাটানোর উপায়) খোঁজার তাগিদেও মানুষ সাইটটির উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন বলে মনে করেন গবেষকরা।
গবেষণায় আরও জানা গেছে, সবচেয়ে বেশি ইতিবাচক পোস্টগুলো দিয়ে থাকেন উচ্চ আত্মসম্মানবোধ আছে এমন মানুষরাই। এর মাধ্যমে তারা পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার পাশাপাশি অন্যদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে থাকেন।
ফেরিস এ প্রসঙ্গে বলেন, “এই বিষয়টি অর্থবহ। আপনি যদি সুখী জীবন কাটান, তাহলে অবশ্যই সেটি আপনি সামাজিক মাধ্যমে অন্যদেরকে জানাতে চাইবেন।” তিনি আরও জানান, যারা নতুন মানুষদের সঙ্গে পরিচিত হতে ফেইসবুক ব্যবহার করেন, তারা মিশুক প্রকৃতির হয়ে থাকেন। এরা ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য খুব সহজে শেয়ার করলেও সবসময় সত্যি তথ্য শেয়ার করেন না।