Tue. Sep 16th, 2025
Advertisements

50খোলা বাজার২৪,শনিবার, ২ জানুয়ারি ২০১৬: ডাক্তাররা মৃত ঘোষণা করার পর ‘লাশ’ নিয়ে যাওয়া হয় মর্গে। নিহতের কাছের মানুষরা যখন কান্নায় ভেঙে পড়েছেন, তখন সেই লাশ মর্গ থেকে বের হয়ে তাদের সঙ্গেই চলে গেলেন ভদকা খাওয়ার জন্য। গল্প নয়, ঠিক এমনটাই ঘটেছে রাশিয়ায়।
সম্প্রতি রাশিয়ার সংবাদ মাধ্যম নিউজআরইউ’র বরাতে এ সংবাদ দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেট্রো ডটকম।
প্রতিবেদনে বলা হয়, পূর্ব রাশিয়ার প্রিমোরির এক হাসপাতালে ডাক্তাররা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন এবং এরপর তার লাশ মর্গে নিয়ে যাওয়া হয়।
কিন্তু মর্গ থেকে হঠাৎ জেগে উঠেন ওই ব্যক্তি এবং মর্গের দায়িত্বে থাকা ব্যক্তি তাকে মর্গ থেকে বের করে আনেন।
এরপর ওই ব্যক্তি তার বন্ধুদের সঙ্গে ভদকা খাওয়ার উদ্দেশ্যে হাসপাতাল ত্যাগ করেন।
তবে ‘লাশের’ জেগে ওঠার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে গত অক্টোবরে ভারতের মুম্বাইতে মর্গ থেকে জেগে ওঠেন এক যুবক। যদিও তার কিছু সময় পরই মারা যান তিনি।
এর আগে আগস্টে জার্মানিতে ৯২ বছর বয়সী এক বৃদ্ধকে মৃত ঘোষণার পর তিনিও মর্গ থেকে জেগে ওঠেন এবং এর দুইদিন পরই মারা যান।