Fri. Sep 19th, 2025
Advertisements

11খোলা বাজার২৪, রবিবার, ৩ জানুয়ারি ২০১৬: ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো একটি টেলি আলাপে কান পাতে, যা শুনে মেরুদণ্ডে হীম শীতল স্রোত বয়ে যাওয়ার কথা।
এনডিটিভির এক খবরে বলা হয়, ওই ফোনটি ছিল বিমান ঘাঁটিতে হামলাকারী এক সন্ত্রাসীর, নিজের মায়ের সঙ্গে কথা বলছিলেন তিনি।
শুক্রবার রাত ১টা ৫৮ মিনিট ৭০ সেকেন্ডের ওই কলটি করা হয়। একপ্রান্তে বলতে শোনা যায়, সে একটি ‘আত্মঘাতী মিশনে’ বের হয়েছে।
উত্তরে অপর পক্ষ চুপ থাকলে ওই ব্যক্তি বলে, “আমি একটি আত্মঘাতী মিশনে রয়েছি। আল্লাহ আমাদের সবাইকে দেখে রাখবেন।”
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ওই ব্যক্তি পাঞ্জাবি ও মুলতানি ভাষায় কথা বলছিলেন।
ওই কথোপকথনের দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে পাঠানকোট বিমান ঘাঁটিতে গুলির শব্দ শোনা যায়। পরবর্তী ১০ ঘণ্টা লড়াইয়ে ভারতীয় বিমান বাহিনীর তিন সদস্য ও চার হামলাকারী নিহত হন।
লাহোরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সারপ্রাইজ’ সফরের কয়েকদিনের মাথায় ভারতের বিমানঘাঁটিতে এই সন্ত্রাসী হামলা হলো।
হামলাকারীরা জঙ্গি সংগঠন জইশ-ই মোহাম্মদের সদস্য এবং তারা পাকিস্তানের ভাওয়ালপুর থেকে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।