Sat. Sep 20th, 2025
Advertisements

14খোলা বাজার২৪, রবিবার, ৩ জানুয়ারি ২০১৬: লেভান্তেকে একমাত্র গোলে হারিয়ে স্পেনের লা লিগার শীর্ষে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। আগের ম্যাচে এসপানিওলের কাছে হোঁচট খাওয়া বার্সেলোনা নেমে গেছে দ্বিতীয় স্থানে।
শনিবার এসপানিওলের মাঠে গোলশূন্য ড্র করে বার্সেলোনা। জিতলেই বছরের শুরুতে লিগের শীর্ষস্থান – এ লক্ষ্য নিয়ে নিজেদের মাঠে খেলতে নেমে গোল পাচ্ছিল না ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়ন আতলেতিকো। কোকের একটি দারু হাফভলি ক্রসবারে লাগলে আরও হতাশ হতে হয় সমর্থকদের।
অবশষে ৮১তম মিনিটে কোচ দিয়েগো সিমেওনের মুখে হাসি ফোটান বদলি হিসেবে নামা মিডফিল্ডার টমাস প্যার্টি।
এই জয়ে ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট হলো আতলেতিকোর। এক ম্যাচ কম খেয়ে বার্সেলোনার পয়েন্ট ৩৯। ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ রোববার ভালেন্সিয়াকে হারালেও এই রাউন্ডে আর শীর্ষস্থান থেকে নামাতে পারবে না আতলেতিকোকে।