Sat. Sep 20th, 2025
Advertisements

34খোলা বাজার২৪, রবিবার, ৩ জানুয়ারি ২০১৬: কলকাতায় বেশ আলোচিত এখন সোহিনী। ব্যোমকেশ সত্যান্বেষী তো কি হয়েছে, সত্যবতীও কম যান না। হর হর ব্যোমকেশ যে টক অফ দ্য টাউন হবে, সে ব্যাপারে তিনি ১০০ শতাংশ নিশ্চিত ছিলেন বলে জানিয়েছেন সত্যবতী, থুড়ি সোহিনী সরকার। ছবি মুক্তি পাওয়ার পর নয়, অফার পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ছবির সাফল্যের ব্যাপারে নিঃসংশয় ছিলেন। ২০১৫ সালের যে নায়িকারা টক অফ দ্য টাউন তাঁদের মধ্যে অবশ্যই রাখতে হবে সোহিনী সরকারকে। বছর শুরু অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ‘ওপেন টি বায়োস্কোপ’-র হাত ধরে।
তার পর সোহিনীর সাফল্যের মুকুটে একে একে পালক যোগ করেছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনী’ এবং অরিন্দম শীলের ‘হর হর ব্যোমকেশ’। ওপেন টি বায়োস্কোপে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় সোহিনীকে। পুজার সময় মুক্তি পায় সৃজিতের রাজকাহিনী। অনেক নায়িকার ভিড়েও আলাদা করে নজর কাড়েন সোহিনী। ছবিতে এক বারবণিতার চরিত্রে দেখা যায় তাঁকে। ব্যোমকেশের ছবিতে সদ্য-বিবাহিতা সত্যবতীর চরিত্রে দেখা যায় সোহিনীকে। ছবিতে লাস্যে, উচ্ছলতা, দাম্পত্য-প্রেমে, যৌনতায় সমীয় আদায় করেন তিনি।