Mon. Sep 15th, 2025
Advertisements

43খোলা বাজার২৪, রবিবার, ৩ জানুয়ারি ২০১৬: ফিজি কর্তৃপক্ষ রোববার দেশবাসীকে ভয়াবহ গ্রীষ্মমন্ডলীয় ঝড় উলার আঘাতের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছেন, তিন ক্যাটাগরির ঝড়টি পার্শ্ববর্তী টোঙ্গার পাশ ঘেঁষে অতিক্রম করার পরও প্রচন্ডতা ধরে রেখেছে। ঝড়ের কারণে দেশটির কয়েকশ লোককে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। ফিজির আবহাওয়া বিভাগ জানায়, ঝড়টি দক্ষিণ-পশ্চিমের দিকে ফিজির পূর্বাঞ্চলীয় লাউ দ্বীপ দিকের দিকে ঘন্টায় ১৫০ কিলোমিটার বেগে (৯৩মাইল) অগ্রসর হচ্ছে।
ফিজির আবহাওয়া বিভাগের পরিচালক রবিন্দ কুমার অস্ট্রেলিয়ান ব্রোডকাস্টিং কর্পোরেশনকে বলেছে, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছিল যে ঝড়টি দুর্বল হয়ে পড়েছে। এর গতিও হ্রাস পেয়েছিল। তবে গত ১২ থেকে ২৪ ঘন্টায় এটি তার প্রচন্ডতা ধরে রেখেছে।’ তিনি আরো বলেন, ‘আমরা ঝড়টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’ রোববার রাতে সাইক্লোনটি ওনো-ই-লাউ দ্বীপের ৬৫ কিলোমিটারের মধ্য দিয়ে অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ স্থানীয়দের ঝড়ের আঘাতের জন্য প্রস্তুত থাকতে বলেছে।