Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪, রবিবার, ৩ জানুয়ারি ২০১৬: ৪৬ বছর আগে আজকের দিনে এই ব্যক্তির সঙ্গে ফেইসবুকে বন্ধুত্ব করেছিলেন আপনি’ – ৩১ ডিসেম্বর অনেক মার্কিন ব্যবহারকারীর নিউজফিডে এমন বার্তাই দেখিয়েছে ১১ বছর বয়সী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। পরবর্তীতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই ‘বয়স বিভ্রাটের’ মূলে ছিল এক সফটওয়্যার বাগ।
ফেইসবুক নিজ বিবৃতিতে বাগের কথা বললেও, কী ধরনের বাগ এই জটিলতার মূলে বা মোট কতজন ব্যবহারকারী এই সমস্যায় ভুগেছেন, সে বিষয়টি এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।
এ প্রসঙ্গে ফেইসবুক জানিয়েছে, “আমরা বাগটি চিহ্নিত করেছি এবং ২০১৬ সালের শুরুতে সবাই যাতে নিজেদের তরুণ মনে করতে পারেন, সেজন্য সমস্যাটির সমাধানে আমাদের টিম কাজ করছে।”
ফেইসবুক এ প্রসঙ্গে বাড়তি কোনো তথ্য না জানালেও ধারনা করা হচ্ছে, ‘ইউনিক্স ইপোক’-এর কারণেই ‘বয়স বিভ্রাট’-এর শিকার হয়েছিল সামাজিক যোগাযোগের মাধ্যমটি।
ইউনিক্স কম্পিউটার অপারেটিং সিস্টেমটি অধিকাংশ সার্ভার এবং মোবাইল ডিভাইস-এর মূলে। আর সময়ের বিষয়টি ঠিক রাখতে ইউনিক্স গ্রিনউইচ মান মেনে ১৯৭০ সালের পয়লা জানুয়ারির মধ্যরাত থেকে সময় গণনা করে থাকে। ধারণা করা হচ্ছে, কোনো এক বাগ সমস্যার কারণে এবার ‘ইউনিক্স’ ফেইসবুক সার্ভারের তারিখের ব্যাপারে গোলমাল করে ফেলেছিল। আর সে কারণেই ওই সমস্যার সূত্রপাত।