Mon. Sep 15th, 2025
Advertisements

21খোলা বাজার২৪, সোমবার, ৪ জানুয়ারি ২০১৬: ভূমিকম্পে সারা দেশে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এতে আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ।
জানা জায়, রাজধানীর পূর্ব জুরাইনে, রাজশাহী ও লালমনিরহাটে এ তিনজনের মৃত্যু হয়। তারা তিনজনেই আতঙ্কিত হয়ে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
এ ছাড়া ভূমিকম্পে রাজধানীতে কমপক্ষে ৪০ ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আর বেশ কয়েকজন ঢামেকে ভর্তি হয়েছেন। এর মধ্যে ইকবাল হোসেন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।
এদিকে রাজধানী ঢাকা ছাড়াও ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, রংপুর, রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পনের সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন প্রায় অর্ধশত মানুষ।
এর আগে সোমবার ভোর ৫টা ৫ মিনিটে ভারতের মনিপুরের রাজধানী ইমফলের ২৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে তামেংলং জেলার ননি গ্রামে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫৫ কিলোমিটার। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৩৫২ কিলোমিটার। ভূমিকম্পে বাংলাদেশও প্রচণ্ডভাবে কেঁপে ওঠে।