Mon. Sep 15th, 2025
Advertisements

43খোলা বাজার২৪, সোমবার, ৪ জানুয়ারি ২০১৬: একটি সেল ফোনের কারণে মাঝ আকাশ থেকেই ফিরল ইস্তানবুলগামী বিমান। আজ সকালে মুম্বাই বিমানবন্দর থেকে ছাড়ে এই বিমানটি। এরপরই বিমানটির ভিতরে একটি সেল ফোন দেখতে পান ক্রিউ মেম্বাররা। নিরাপত্তার কারণে তড়িঘড়ি বিমানটিকে বিমানবন্দরে ফিরিয়ে নেওয়া হয় মুম্বাইয়ে। এরপর বিমানটিতে তল্লাশি চালান নিরাপত্তা কর্মকর্তারা। এই কারণে দীর্ঘক্ষণ বিমানবন্দরে অপেক্ষা করতে হয় যাত্রীদের। এদিকে, পাঠানকোটে হামলার পরই দেশের বিভিন্ন বিমানবন্দরেই নিরাপত্তা বাড়ানো হয়েছে।