Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪, সোমবার, ৪ জানুয়ারি ২০১৬: নতুন আইফোনের অফিসিয়াল ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই নানা গুজব ছড়িয়েছে আইফোন ৭ নিয়ে। সেইভাবে বাজার ধরতে পারেনি আইফোন ৬ আর ৬ প্লাস। তাই এবার নয়া আইফোনে বিরাট পরিবর্তন আনা হচ্ছে বলেই মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, এবার আইফোনে থাকবে আরও উন্নত ধরনের ক্যামেরা আর ৩উ টাচ। তবে এবারের আইফোনে চমক আসছে ব্যাটারি আর মেমোরিতে। শোনা যাচ্ছে এবারের ২৫৭ জিবি ইন্টারনাল স্টোরেজ। নতুন আইপড টাচের মত পাতলা হবে এই ফোনটি। স্ক্রিন হবে ৪.৭ ও আইফোন ৭ প্লাসের ৫.৫। এবারের আইফোনে সাইজ কমবে হেডফোনের। ফোন পাতল হওয়ার জন্য আর ৩.৫ মিমি হেডফোন ব্যবহার করা যাবে না।