খোলা বাজার২৪, সোমবার, ৪ জানুয়ারি ২০১৬: স্ট্রিমিং করে গান শোনা পছন্দ নয় ব্রিটিশ সঙ্গীতশিল্পী অ্যাডেলের। এজন্য স্পটিফাই আর অ্যাপল মিউজিকের মতো সেবা ব্যবহার করে ভক্তদের নিজের নতুন অ্যালবামের গান শুনতে অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
টাইম ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি স্ট্রিমিং করি না, আমি গান ডাউনলোড করি আর অ্যালবামের কপি কিনি। স্ট্রিমিং খানিকটা ফেলনা। আমি বিশ্বাস করি সঙ্গীত একটি ঘটনা হওয়া উচিত।”
২০১৫ সালের ২০ নভেম্বর বের হয় তার সর্বশেষ অ্যালবাম- ‘২৫’। এরপর থেকে যুক্তরাজ্যের বাজারে এখন পর্যন্ত অ্যালবামটির ২০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
“আমি জানি স্ট্রিমিং মিউজিকই ভবিষ্যৎ, কিন্তু এটিই গান কেনার জন্য একমাত্র উপায় নয়।”–যোগ করেন অ্যাডেল।
২৭ বছর বয়সী ওই সঙ্গীতশিল্পীর আগের দুটি অ্যালবাম ‘১৯’ আর ‘২১’ বর্তমানে স্ট্রিমিং করে শোনা যাচ্ছে।
নিজের নতুন নেওয়া সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, “আমি আমার সিদ্ধান্ত নিয়ে গর্বিত, এমনকি অ্যালবামটি ফ্লপ করলেও আমি গর্বিত হতাম।”
২০১৫ সালের ডিসেম্বরে স্পটিফাই-এর পক্ষ থেকে বলা হয়, “আমরা অ্যাডেলকে সম্মান করি ও ভালোবাসি।” সেই সঙ্গে তারা বলেন, “আমরা আশা করি তিনি স্পটিফাই- এ ‘১৯’ আর ‘২১’ এর সঙ্গে ‘২৫’ অ্যালবামটিও তার ভক্তদের শোনার সুযোগ দেবেন।”
‘ব্রিটিশ ফনোগ্রাফিক ইন্ডাস্ট্রি (বিপিআই)’-এর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালের প্রথম ছয় মাসে ১ কোটি ১৫ লাখ গান স্ট্রিমিং করে শোনা হয়েছে। ২০১৪ সালে পুরো বছরে এই সংখ্যা ছিল ১ কোটি ৪৮ লাখ।