Sun. Sep 14th, 2025
Advertisements

49খোলা বাজার২৪, সোমবার, ৪ জানুয়ারি ২০১৬: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ শেয়ার লেনদেন ফের বেড়েছে।একইসাথে সব ধরনের মূল্যসূচক আগের কার্যদিবসের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ডিএসইতে আজ ৩১৭ টি কোম্পানির ১০ কোটি ৬৪ লাখ ৩০ হাজার ৮৯৩ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৩৯ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ৮৫০ টাকা। যা আগের দিনের চেয়ে ৭৩ কোটি ৪৭ লাখ টাকা বেশি। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬.২৯ পয়েন্ট কমে ৪৬১৭.৭৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.৯৫ পয়েন্ট কমে ১৭৫৬.৫৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ৩.২১ বেড়ে ১১১২.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪ টির, কমেছে ১৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো : বেক্সিমকো লিঃ,সামিট এলায়েন্স পোর্ট, ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো ফার্মা, সামিট পাওয়ার, এমারেল্ড অয়েল, কেপিসিএল, ইফাদ অটোস, কেডিএস এক্সেসরিজ ও বিবিএস। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : মিরাক্যাল ইন্ডাঃ, আমরা টেকনোলজি, অগ্নি সিস্টেম, বিডি ফাইন্যান্স, জিবিবি পাওয়ার, বিডি ওয়েল্ডিং, বিডি কম, সামিট এলায়েন্স পোর্ট, এফএএস ফাইন্যান্স ও জনতা ইন্স্যুরেন্স। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এশিয়া প্যাসেফিক ইন্স্যুরেন্স, এক্সিম ১ম মি. ফা., ৭ম আইসিবি, ৫ম আইসিবি, আইএসএন লিঃ, সন্ধানী ইন্স্যুরেন্স, আইসিবি ইসলামী ব্যাংক, স্টাইল ক্র্যাফট ও বৃটিশ আমেরিকান টোব্যাকো।