Sun. Sep 14th, 2025
Advertisements

55 সোমবার, ৪ জানুয়ারি ২০১৬: ভূমিকম্পে প্রভাব পড়েছে সুন্দরবনের পশুদের ওপরও। বাঘ-হরিণসহ অন্য সব প্রাণী বনটির নদী ও খালে আশ্রয় নিতে দেখা গেছে। সোমবার ভোরে সুন্দরবনে থাকা জেলেরা সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন। জেলেরা জানান, ভূমিকম্পের সময় সুন্দরবনের কয়েকটি বাঘ, হরিণসহ বন্য প্রাণীরা বিভিন্ন শাখা নদী ও খালে আশ্রয় নিতে দেখা গেছে। তবে ভূমিকম্পের পর এগুলো আবার বনে ফিরে গেছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের এসিএফ মো. কামাল উদ্দিন আহমেদ জানান, ভূমিকম্পে সুন্দরবনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেন, ভুমিকম্পে হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।