Fri. Sep 19th, 2025
Advertisements

1খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০১৬: কিছুদিন আগেই শাহরুখ খান জানিয়েছিলেন, তার ছোট ছেলে আবরামের সঙ্গে ঐশ্বরিয়ার কন্যা আরাধ্যা ভালো জুটি হবে। এবার সে কথায় তাল দিলেন অমিতাভ বচ্চনও। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে পিটিআই। সম্প্রতি অমিতাভ বচ্চন জানালেন, অনস্ক্রিনে দারুণ মানাবে তাঁর নাতনি আরাধ্যা ও বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছোট ছেলে আবরামকে। এ প্রসঙ্গে বিগ বি জানিয়েছেন, তিনি চান, বড় হয়ে একসঙ্গে কাজ করুক আবরাম ও অভিষেক-ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা। তিনি আশাবাদী, রুপোলি পর্দায় সেই জুটি খুব ভালো মানাবে।
উল্লেখ্য, এক সাংবাদিক সম্মেলনে প্রথম এই জুটির প্রসঙ্গ তুলেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, রণবীর সিংহ-দীপিকা, রণবীর কপুর-দীপিকা, আলিয়া-সিদ্ধার্থ এবং ফাওয়াদ-সোনমের মধ্যে কোন জুটি তাঁর সবথেকে পছন্দের। এই তালিকার বাইরে গিয়ে তিনি বলেন, আবরাম ও আরাধ্যার জুটিই তাঁর সবথেকে পছন্দের। যদিও তাঁর এই মন্তব্যের সঙ্গে একমত নন ‘দিলওয়ালে’ ছবির সহ-অভিনেত্রী কাজল। তিনি বলেন, আবরাম আরাধ্যার থেকে বয়সে ছোট। প্রত্যুত্তরে শাহরুখ জানান, ভালোবাসার কোনো বয়স হয় না। সামনেই মুক্তি পেতে চলেছে বিগ বি অভিনীত থ্রিলার-ড্রামা “ওয়াজির”। তারই সাংবাদিক সম্মেলনে শাহরুখের এই মন্তব্য প্রসঙ্গে বিগ বি-কে প্রশ্ন করা হয়, যা উত্তরে বিগ-বি এ উত্তর জানালেন।