Tue. Sep 16th, 2025
Advertisements

58খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০১৬: ফারহানা মিলি অভিনয় করেছেন ‘মনময়’ নামের একটি খণ্ড নাটকে। সোহেল হাসানের রচনা ও রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘মনময়।’
সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে নাটকটির। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর, ফারহানা মিলি, আশরাফুল আশীষ, আফরোজা হোসেন, হানিফ পালোয়ান এবং অন্যান্য। কাহিনী সংক্ষেপে জানা যায়, কক্সবাজারের বিভিন্ন লোকেশনে ঘুরে বেড়াচ্ছে ঢাকা থেকে আসা দুই বন্ধু আবির ও সজল এবং নিজেদের মত করে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তুলছে তারা। হোটেলের রুমে এসে দুই বন্ধু মিলে নিজেদের তোলা ছবি দেখছে ও নানা রকম খুনসুটি করছে তারা। হঠাৎ চুপ হয়ে যায় আবির তার চোখ অনেকক্ষণ আটকে আছে একটি ছবির দিকে। আবির ছবিটিকে জুম করে ছবির পিছনে থাকা একটি মেয়ের দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছেৃ এমন কাহিনী নিয়ে নির্মিত নাটকটি নিয়ে বেশ আশাবাদী পরিচালক রাফাত মজুমদার রিংকু।
নাটকটি কোন চ্যানেলে প্রচারিত হবে এখন পর্যন্ত জানা যায় নি।