Thu. Sep 18th, 2025
Advertisements

70খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০১৬: এ বছর ৩৬৫ মাইল দৌড়াবেন ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ। তাঁর ফেসবুক পোস্ট পড়ে অনেকেই হয়তো জেনে গেছেন তাঁর এ লক্ষ্যের কথা। এ বছর তাঁর বাসা এবং অফিসে টুকটাক ফুটফরমাশ খাটতে পারে- এমন বোধ-বুদ্ধিসম্পন্ন একটি ব্যবস্থা (যাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) তৈরির চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। এ ছাড়াও আরেকটি চ্যালেঞ্জ নিয়েছেন তিনি; আর তা হচ্ছে প্রতিদিন এক মাইল করে দৌড়ানো।
জাকারবার্গ তাঁর পোস্টে লিখেছেন, ‘৩৬৫ মাইল দৌড়ানো বিশাল ব্যাপার। কিন্তু এটি খুব বেশি দৌড় নয়। প্রতিদিন এক মাইল। মাঝারি গতিতে দৌড়ে ১০ মিনিটে এক মাইল পার করা।’
অবশ্য জাকারবার্গের এই দৌড়ের নিয়মটিকে ঠিক বলছেন না স্বাস্থ্যবিশেষজ্ঞরা। প্রতিদিন এক মাইল করে দৌড়ানো হয়তো বেশি কিছু না; কিন্তু ১০ মিনিটে এক মাইল দৌড়ানোর বিষয়টি নিয়ে তাঁদের আপত্তি। ১০ মিনিটে এক মাইল দৌড়ালে তা দ্রুত দৌড়ানো হয়ে যায়। এর চেয়ে ধীর গতিতে দৌড়ানোর পরামর্শ তাঁদের।
২০১৪ সালে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের নিজের প্রতি চ্যালেঞ্জ ছিল ওই বছরের মধ্যে মান্দারিন ভাষা শেখা। গত বছরের ব্যক্তিগত চ্যালেঞ্জ ছিল মাসে অন্তত দুটি বই পড়া।